বাংলার ভোর প্রতিবেদক
সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ পুনরায় বিজয়ী হয়েছেন। এর আগের কমিটিতে তারা একই পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম আইউব পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫২ ভোট, সেখানে তার প্রতিদ্বন্দ্বি মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন মাত্র ১৩ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি বিএম আসাদ (৪২ ভোট) তার প্রতিদ্বন্দ্বি কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর (৩৬ ভোট) তার প্রতিদ্বন্দ্বি গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট। দফতর সম্পাদক কাজী রফিকুল ইসলাম (৩৮ ভোট) তার প্রতিদ্বন্দ্বি শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি (৩৪ ভোট) তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন (৩৩ ভোট) তার প্রতিদ্বন্দ্বি মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া (৪৪ ভোট) তার প্রতিদ্বন্দ্বি এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version