ঝিকরগাছা প্রতিনিধি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনের পক্ষ থেকে নির্বাচনী পরবর্তী সহিংসতা এড়াতে নেতাকর্মীদের সর্তকীকরণ বার্তা দিয়ে মাইকিং করা হয়েছে। গতকাল দিনভর ঝিকরগাছার বিভিন্ন স্থানে এ মাইকিং শুনতে পাওয়া গেছে। এর আগে বুধবার সন্ধ্যায়ও মাইকিং করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
মাইকিংয়ে বলা হচ্ছে, ‘প্রিয় চৌগাছা-ঝিকরগাছা উপজেলাবাসী। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দয়া করে নির্বাচন পরবর্তী কোন ধরনের সহিংসতা কার্যক্রমে জড়াবেন না। আমরা শান্তি ও স্বস্তিতে বিশ্বাসী। যদি কেউ কোনো ধরণের সহিংসতায় জড়ান তাহলে, তার দায় তাকেই বহন করতে হবে’।
ঝিকরগাছার বশির ভয়েজের স্বত্ত্বাধিকারী বশির উদ্দিন বলেন, সহিংসতা এড়ানোর জন্য ঝিকরগাছার সকল ইউনিয়নেও মাইকিং করা হচ্ছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিকরগাছার নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা বলেন, সাংসদ তৌহিদুজ্জামান তুহিনের নির্দেশেই সহিংসতা এড়াতে মাইকিং করা হচ্ছে। আমরা মারামারি-হানাহানিতে বিশ্বাসী নই। যারা এসব কাজে লিপ্ত হবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।
নির্বাচনকে কেন্দ্র করে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া, আন্দোলপোতা, বারবাকপুর ও বাঁকড়ায় বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে নির্বাচনের দিন শিমুলিয়ার আন্দোলপোতা গ্রামের দুই যুবককে ছুরিকাঘাত করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version