ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও সদস্য নজরুল ইসলামকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একই অভিযোগে নাভারণ ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

গত ২০ সেপ্টেম্বর রাতে যশোর জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, দলীয় পরিচয়ে নানা ধরনের অপকর্মের দায়ে নাভারণের ১৫ ব্যক্তির সাথে দলীয় নেতৃবৃন্দের কোনো সংশ্রব না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। ওই ব্যক্তিরা হলেন নাহিদ, মিজান, অসিম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী ও বাবু।

শুক্রবার যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গতঃ ৯ সেপ্টেম্বর সোমবার খাদ্য বান্ধব কর্মসূচির চাল লুট হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version