ঝিকরগাছা সংবাদদাতা
বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি, পানিসারা এলাকার পানিসারা গ্রামের শের আলী সরদার (৭৫)। যার হাত ধরে বাংলাদেশে ফুল চাষের বিপ্লব শুরু হয়েছিল। ১৯৫০ সালে জন্ম নেওয়া শের আলী সরদার পানিসারা ইউনিয়নের কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপর পিতার পেশা চাষাবাদের কাজ শুরু করেন। ফুল চাষের জন্য তিনি পৃথিবীর ১৭ টা দেশ ভ্রমণ করে নিজেকে সমৃদ্ধ করেছেন। সেই অভিজ্ঞতা দেশে কাজে লাগিয়ে গদখালির ফুল সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শের আলী সরদার বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুম শের আলী সরদারের প্রথম নামাজ যোহরের পর পানিসারায় তার নিজ বাড়িতে এবং দ্বিতীয় জানাজা আসরের পর পানিসারা ফুল মোড়ে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশির দশকে নিজ কৌতুহল নিবৃত্ত করতে শের আলী সরদার ফুল এবং ফুল চাষ সম্পর্কে জানতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিজ নিয়ে এসে পানিসারা গ্রামে এক বিঘা জমিতে রজনীগন্ধার চাষ শুরু করেছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version