নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদের অপসারণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভে উত্তাল স্কুলের শিক্ষার্থীরা। ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুর কবির দুর্নীতির কারণে শিক্ষকদের চাপের মুখে কলেজ থেকে পালিয়ে গেছেন। উজ্জলপুর মাদ্রাসার সুপারের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকরা তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কুলের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা কোটি টাকার দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আগামী রোববারের (২৫ আগষ্ট) মধ্যে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো স্কুলের সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, প্রতিটা খাতের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব, প্রধান শিক্ষকের বাধ্যতামূলক ক্লাস নেয়া, স্কুলের অতীত ঐতিহ্য এবং সুনাম ফিরিয়ে আনা, অবৈধ বেতন নেয়া বন্ধ করা এবং নির্দিষ্ট খাতের আয় নির্দিষ্ট খাতে সঠিকভাবে ব্যয় করা।

বিক্ষোভ চলাকালীন স্কুলের সকল শিক্ষকদের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহবান করেন এবং তাদের দাবিগুলো লিখিতভাবে জমা দিতে আহবান জানান। কিন্তু শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ না করা পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানান এবং দাবিগুলো লিখিতভাবে জমা দেন। ছাত্রদের সাথে এ সময় বৈষম্য বিরোধী ছাত্রসমাজ ঝিকরগাছার প্রতিনিধি হিসেবে রাতুল হাসান, তৌহিদুল ইসলাম বাপ্পি, আল আসিফ হিমেলসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ গত ১৯ তারিখ থেকে ছুটিতে আছেন।
ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুর কবির গত ৬ আগস্ট দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষকদের চাপের মুখে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি মেডিকেল ছুটিতে আছেন।

একাধিক সূত্রে জানা গেছে, বিগত ১৫ বছর আওয়ামী লীগ শাসনামলে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদেরকে সাময়িক বরখাস্তসহ নানাভাবে হয়রানি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সেই সাথে এই ১৫ বছরে ৩০ টি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কমপক্ষে দেড় কোটি টাকা হাতিয়েছেন।

এ সময়কালের সভাপতি ছিলেন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, রমজান শরীফ বাদশা এবং তার বৌমা, সর্বশেষ ইমরান রশিদ। শিক্ষকদের দাবি নিয়োগ বাণিজ্যের টাকা কলেজের ফাণ্ডে জমা দিতে হবে। সেই সাথে শিক্ষকদের হয়রানি করে হাতিয়ে নেয়া টাকা ফেরত দিতে হবে।

গত বুধবার রাতে মহিলা কলেজ কেন্দ্রীক পৌরসভার ৩ ওয়ার্ডের সাধারণ মানুষ একত্রিত হয়ে দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজ থেকে প্রতিহতের সিদ্ধান্ত নেয় বলে এলাকাবাসী সূত্র জানিয়েছে।

ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের অফিসে হাজির হয়ে মাদ্রাসা সুপারের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন। মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যেই মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version