পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটিসহ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপস্থিত ছিলেন সেনা ক্যাম্প কমান্ডার মেজর কাজী মারুফ উল ইসলাম, সহকারী কমিশনার ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়াসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সৈকত মল্লিক, ডা. পার্থ প্রতিম রায়, একরামুল হোসেন, শাফিন শোয়েব, মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, ডা. জহিরুল ইসলাম, বিদ্যুৎ রঞ্জন সাহা, হুমায়ুন কবির, অনাথ কুমার বিশ্বাস, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
