নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে আজ (শনিবার) ভোরে পানিতে বিষ প্রয়োগ করেছে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় রাতেই মসজিদের মাইকে সতর্ক করা হয় এলাকাবাসীকে।

ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোধখানা গ্রামে রাতের আঁধারে কয়েকটি পরিবারকে সর্বস্বান্ত করার লক্ষ্যে একাধিক স্থানে পানিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

অঙ্গাত দুষ্কৃতকারীরা রাতের আধারে বোধখানা গ্রামের বোধখানা মাধ্যমিক বিদ্যালয় ও মিজানুর রহমানের বাড়ির পানির কলে, ইমামুল হোসেনের দোকানে চায়ের কেটলিতে, মনির হোসেনের হোটেলের পানির ড্রামে, আরিফুলে ইসলামের মুদি দোকানের সামনে টিউবওয়েলে বিষ প্রয়োগ করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক গ্রামের মসজিদের মাইকে প্রচার করায় কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার মিতু বলেন, ক্ষতিগ্রস্থরা থানায় জিডি করলে ভালো হয়।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম আলী জানান, বিষয়টি জানার সাথে সাথে তদন্ত শুরু করা হয়েছে।

Share.
Exit mobile version