ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা পৌরসভার অর্থায়নে শহরের গুরুত্বপূর্ণ কপোতাক্ষ ব্রিজের দুই পাশে হাইমাস্ট টাওয়ার লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে।
সোমবার সকালে এ কাজের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, পৌর সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
