শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর সদরে অবস্থিত বর্ষা এনজিওতে জমাকৃত টাকা দীর্ঘদিন ধরে ফেরত না পেয়ে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর।

জানা গেছে, এনজিওটির গোপালপুর ব্রাঞ্চের আওতাধীন নকিপুর গ্রামের ভুক্তভোগীদের কাছ থেকে গ্রাহকদের টাকা গ্রহণ করেন সংস্থার মাঠকর্মী তপন বাবু। কিন্তু দীর্ঘদিনেও কোন গ্রাহকের টাকা না দেয়ায় তারা ফুঁসে ওঠেন।

বৃহস্পতিবারের মানববন্ধনে নকিপুর গ্রামে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, ছকিনা বেগম, আয়শা খাতুন, মর্জিনা খাতুন, জাহানারা বেগম, মিতা মন্ডল, ফাতেমা বেগম, মনোয়ারা বেগম, আছিয়া বেগম, আনা নারী মন্ডল, ছফুরা বেগম, সোমশের আলী, আনিছুর রহমান,শরিফা বেগম, আকবর আলি, ফাতেমা বেগম আনুজার খাতুন সহ শত শত নারী পুরুষ।

এ সময় তারা বলেন, আমরা বর্ষা এনজিওতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলাম। কিন্তু বর্ষার এনজিওর মালিক আনিসুজ্জামান আনিসের মৃত্যুর পর থেকে আমাদের পাওনা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছি। এমন কি উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলেও তিনি আমাদেরকে পাত্তা দিচ্ছেন না। আমরা শত শত অসহায় পরিবার শেষ সম্বল টুকু হারিয়ে পথে বসে গেছি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version