বাংলার ভোর প্রতিবেদক

ডাক্তার ডেকে না পেয়ে হাসপাতালে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে রোগীর স্বজনরা। বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের ঘোপ বউ বাজার এলাকার বাসিন্দা ফাতেমাকে (২৭) বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের ২৮ নং বেডে ভর্তি করেন তার স্বজনরা। ভর্তির পরে একই দিন সন্ধ্যার দিকে ফাতেমার বমি বন্ধ না হলে তার স্বামী আরিফ বিষয়টি ওয়ার্ডের সেবিকাকে জানান।

রোগীর ব্যবস্থাপত্রের ফাইল নিয়ে দায়িত্বরত চিকিৎসকের সাথে পরামর্শ করার কথা বলেন সেবিকারা। পরে রোগীর স্বজনরা চিকিৎসকের কাছ থেকে ফিরে এসে ওয়ার্ডে সেবিকাদের সাথে তর্কে জড়ান। রোগী গুরুতর অসুস্থ হওয়া স্বত্বেও চিকিৎসক কেন আসেনি এমন কথা বলে তারা সেবিকা এবং ইন্টার্ন চিকিৎসকদের বসার কক্ষ ভাংচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী রোগীর স্বজনরা জানান, দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের রুমে গেলে দেখা যায় বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সাথে তারা গল্পে ব্যস্ত। তারা চেয়ার ছেড়ে রোগীর কাছে আসতে চান না। ব্যবস্থাপত্র লিখে দিয়ে তারা দায়িত্ব সারেন।

ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত মুঠোফোনে ‘বাংলার ভোর’কে বলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাংচুর চালিয়ে হাসপাতাল থেকে পালিয়েছে রোগী ও তার স্বজনরা। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version