বাংলার ভোর প্রতিবেদক
ডা. শামারুখ মাহজাবীনের ১১তম হত্যা বার্ষিকী উপলক্ষে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের কারবালা এতিমখানা, খড়কির পীরবাড়ির আনজুমানে খালেকিয়া, টালিখোলা এতিমখানা, শহরের উপকন্ঠ পাগলাদাহের এতিমখানা ও সদরের শ্যামনগর এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে ডা. শামারুখ মাহজাবীনকে শশুরবাড়ির লোকজন হত্যা করে।

ডা. শামারুখ মাহজাবীনের পিতা প্রকৌশলী নুরুল ইসলাম তার কন্যা হত্যার বিচার চেয়ে প্রতি বছর নানা ধরণের কর্মসূচি পালন করে আসছেন। পুনরায় মামলার তদন্ত চেয়ে তিনি উচ্চ আদালতে আপীল করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version