সাড়াতলা সংবাদদাতা
যশোরের শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির উদ্যেগে ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পন্ডিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল কালাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম আ. হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন, মইনুদ্দিন মনু, সাধারণ সম্পাদক জব্বার সর্দার, সাংগঠনিক সালাউদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা বজলুর রহমান সাংবাদিক কামাল হোসেনসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুস ছামাদ, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, আল হেলাল, আব্দুস সালাম, যুবদল নেতা সাইফুল ইসলাম, কবির হোসেনসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যার নেতৃবৃন্দ।