নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে রবিউল ইসলাম গাজী (৩৫) নামে এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বিদ্যুতের কাজ করার জন্য গতকাল শনিবার সকালে তিনি বাড়ি থেকে সাইকেলযোগে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি জনৈক শেখ আব্দুস সামাদের মৎস্য ঘেরের কাছে পৌছুলে প্রচণ্ড বাতাসে সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে সাইকেল থেকে ছিটকে পড়েন। এঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পেলে নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা সাইকেল থেকে পড়ে ইলেকট্রনিক মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Exit mobile version