বাংলার ভোর প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুঠিত হয়েছে। সোমবার সকালে যশোর মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ওবায়দুল কাদের উজ্জ্বল, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. কেয়া তরফদার, ডা. সেলিম রেজা, ডা. আমিনুর আলম খান, ডা. শরিফুল আলম, ডা. নাজমুল হক, ডা. আব্দুস সামাদ প্রমুখ। এ সময় চিকিৎসকরা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

Share.
Exit mobile version