বাংলার খেলা প্রতিবেদক
বুধবার তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় চুড়ামনকাটি ইউনিয়ন ও কচুয়া ইউনিয়নের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।

খেলায় পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার কারণে চুড়ামনকাটি ইউনিয়ন নক আউট পর্বে জায়গা করে নেয়। খেলায় চুড়ামনকাটি ইউনিয়নের তারেক হাসান সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক খেলোয়াড় কাজী জামাল, হালিম রেজা, চুড়াকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমান, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, অলিয়ার রহমান, রফিকুল ইসলাম, মামুন মহাসিন, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা সাহিকুল আযম, প্রধান শিক্ষক ফজলুর রহমান, মাস্টার শিমুল হোসেন, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, ইউনিয়ন মহিলা দলের আহবায়ক জেবুন নেছা জেবু, যুবনেতা শামিম কবীর ওয়াসিম প্রমুখ ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version