বাংলার ভোর প্রতিবেদক: নিয়োগ বাণিজ্যের অভিযোগে যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় কলেজের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, নিয়োগের নামে কোটি টাকা বাণিজ্য করেছে কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যানের কোন্দলের ফলে তার বিরুদ্ধে এমন যড়যন্ত্র করা হচ্ছে। তার আমলে কোন রকম নিয়োগ বাণিজ্য হয়নি।

Share.
Exit mobile version