তালা সংবাদদাতা
তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে “আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্য স্লোগানে মিট দ্যা স্টুডেন্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় তালার সমকাল মাধ্যমিক বিদ্যাপিঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমে
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দীন, জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমীর ডা. মাহামুদুল হক, কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ লুৎফর আরা জামান, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ।

সমাবেশে উপজেলার ১২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড়হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Share.
Exit mobile version