বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভায়নগর উপজেলায় প্রতিষ্ঠা পেয়েছে দারুল উলূম নওয়াপাড়া মাদরাসা। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। নাজমুল হাসান লিটু ও বিলকিস রহমানের উদ্যোগে এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা ফুলতলাগেটের ইমদারুল উলূম রশিদিয়া মাদরাসার নায়েবে মুহতমীম মুফতী আব্দুস শাকুর যশোরী। নজরুল ইসলাম টুকু বিশ্বাসের সভাপতিত্বে ও দারুল উলূম নওয়াপাড়া মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মুফতী সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক জোবায়ের রহমান, প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম, মোস্তফা কামাল, মসজিদের ইমাম হাসানুর রহমান, মজিবর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ জাহিদ হাসান লেন্টু, জিয়ান এলাহী সিয়াম, নাজিউর ইসলাম অমি, মোসাব্বির রহমান অর্ঘ্য, তাহির বিশ্বাস, নজরুল ইসলাম টুকু, নাজমুল হাসান লিটু, বিলকিস রহমান, হারুন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে মাদরাসাটি।
