বাংলার ভোর প্রতিবেদক
ক্যালেন্ডারের পাতা উল্টে বিদায় নিয়েছে ২০২৫ সাল। ঘটনাবহুল বিদায়ী বছরে যশোরে ঘটে গেছে নানা আলোচিত-সমালোচিত ঘটনা। ওবায়দুল কাদেরকে ভারত পালাতে সহযোগিতা করা নিয়ে যুবদল নেতার মন্তব্য।

ব্যবসায়ীর কাছে ৪ কোটি টাকা চাঁদা আদায় বিএনপি নেতার কিংবা থানা চত্বরে এক নারীকে স্ত্রী দাবি করে দুইজনের টানাটানির মতো ঘটনায় আলোচিত হয় যশোর।

এমনকি পালক সন্তানের হাতে মাকে পিটিয়ে হত্যার মতোও কয়েকটি লোমহর্ষকর ঘটনা দেশবাসীকেও নাড়া দিয়েছে। বাংলার ভোরের সালতামামি নিয়ে বিশেষ আয়োজনে পড়ুন বিস্তারিত।

♦ ‘ওবায়দুল কাদেরকে ভারত পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা’
রাজনৈতিক পটপরিবর্তনের পর গুঞ্জন ছিলো যশোর দিয়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। এমন গুঞ্জনের মধ্যে ফেজবুক লাইভে আসেন যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি। ফেজবুকে তিনি মন্তব্য করেন, ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেন যশোর জেলা যুবদলের শীর্ষনেতারা। কিভাবে কখন ওবায়দুল কাদের পালিয়েছেন; পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণণা করেন তিনি। অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান। যুবদল নেতা নিজ দলের শীর্ষ নেতাদের নিয়ে এমন মন্তব্য ঘিরে সারাদেশব্যাপি আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পর দুদকের চেয়ারম্যান বিভিন্ন প্রোগ্রামে উদহরণ টেনেছেন।

♦ ব্যবসায়ীর কাছে ৪ কোটি টাকা চাঁদা আদায় বিএনপি নেতার
যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় ব্যবসায়ীর কাছ থেকে চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়। প্রায় এক বছর আগের এ ঘটনায় চলতি বছর অভয়নগর থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ করেছেন ঘটনার শিকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন এই চাঁদাবাজির ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ব্যবসায়ী টিপুকে বিএনপি নেতা আসাদুজ্জামান জনির কনা ইকো পার্কে নিয়ে যাওয়া হয়। এরপর টিপুর স্ত্রী সেখানে গেলে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আবারও মারধর করে।

পরে বুকসমান গর্ত খুঁড়ে ব্যবসায়ী টিপুকে বালু চাপা দিয়ে আরও দুই কোটি টাকা দাবি করা হয়। এ সময় টিপু বাধ্য হয়ে তার ম্যানেজারকে ফোন করে টাকা দিতে বলেন। ঘটনাটি গণমাধ্যমে শিরোনাম হলে কয়েকদিন পরেই যৌথ অভিযানে আটক হয় বিএনপি নেতা জনি। বর্তমানে কয়েকটি চাঁদাবাজি মামলায় যশোর কারাগারে আটক রয়েছেন তিনি।

♦ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটকে ‘চাঁদা দাবি’ স্বেচ্ছাসেবক দল নেতার
যশোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউজে ‘ওসিসহ নারীকে আটকে চাঁদাবাজির’ অভিযোগ নিয়ে তোলপাড় হয়। এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ উঠে ঝিনাইদহের মহেশপুর থানার সেই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এক নারীকে নিয়ে রেস্ট হাউজে অবস্থান করছিলেন।

এসময় এক স্বেচ্ছাসেবক দলের নেতা ৫-৬ জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। ভাঙচুর করে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকায় আপসরফা করে পালিয়ে যেতে সহায়তা করেন। এই ঘটনায় বিভাগীয় তদন্ত করে পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনে প্রশাসন। আর স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিস্কার করে দল।

♦ পিটিয়ে হত্যার পর মায়ের মরদেহ নিয়ে ঘরে বসেছিলেন পালক ছেলে
মণিহারের ফলপট্টির শামস্ মার্কেটের দ্বিতীয় তলায় খালেদা খানম বসবাস করেন। তার কোনো সন্তান না থাকায় তিনমাস বয়স থেকে শামস নামে এক ছেলে সন্তানকে দত্তক নিয়ে লালন পালন করে আসছিলেন।

মাদকের টাকা না দেওয়া সেই পালক সন্তানই খালেদা খানমকে পিটিয়ে মেরে ফেলেন। শুধু হত্যা করেই ক্ষ্যন্ত হয়নি; মরদেহ নিয়ে প্রায় দেড় নিয়ে রুমের ভিতর ছিলেন পালক সন্তান। ঘটনাটি যশোরবাসী ছাড়া দেশবাসীকে নাড়া দিয়েছিলেন।

♦ থানা চত্বরে এক নারীকে স্ত্রী দাবি করে দুইজনের টানাটানি
এ যেন ভারতীয় সিরিয়ালের বাংলা পর্ব। এক নারীকে স্ত্রী দাবি করে দুই স্বামীর হাতাহাতি-টানাটানি। পরিস্থিতি সামলাতে পুলিশ থানায় নিয়েও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। অগত্যা তিনজনকেই পাঠানো হয়েছে কারাগারে।

গত ২৩ সেপ্টেম্বর দুপুরে যশোর কোতয়ালী মডেল থানায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ তিন জনকে কারাগারে পাঠায়। তিনজন হলেন ফরিদপুরের কানাইপুর এলাকার বিকাশ অধিকারী, ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডু ও একই এলাকার সীমা অধিকারী। ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী।

তার সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। কিন্তু সেই সংসার ছেড়ে সীমা অধিকারী ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, বিকাশ অধিকারীর ঘর ছেড়ে পলাশের হাত ধরে তিনি ভারতে চলে যান এবং সেখানে তারা বিয়েও করেন।

এরপর ২২ সেপ্টেম্বর রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে বিকাশের সন্দেহ হয় এবং তিনি সেই হোটেলে যান। এরপরই ত্রিমুখী এই ঝামেলা গড়ায় থানা পর্যন্ত।

♦ স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জনান যবিপ্রবি শিক্ষার্থীরা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৫ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। এ সময় দোকানি ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। পরে ক্ষিপ্ত হয়ে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী ওই দোকানিকে মারধর করেন। এতে মোড়ের দোকানিরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। সন্ধ্যা থেতে রাত দুই টা পর্যন্ত চলে ইট পাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষই।

♦ মুক্তি পেলেও কারামুক্ত হতে সময় লাগলো ৮ বছর
খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম আলী শেখ সাগর। উচ্চ আদালত মুক্তির আদেশ দিলেও মুক্তি পেতে সময় লাগলো আট বছর। ২০১৭ সালে খালাস পাওয়ার পর অবশেষে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

২০০৩ সালের একটি হত্যা মামলায় আদালত ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে মামলাটি উচ্চ আদালতে গেলে ২০১৭ সালে খালাস পান তিনি। কিন্তু কারাগারে তার মুক্তির আদেশ পৌঁছায়নি।

ফলে বিনা অপরাধে আট বছর কারাভোগ করেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে বিষয়টি নজরে আসে কারা কর্তৃপক্ষের। এরপর যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বিষয়টি যাচাই বাছাই করেন।

তিনি নিজ উদ্যোগে আদালতের সঙ্গে যোগাযোগ করে মুক্তির আদেশ সংগ্রহ করেন। গত ৪ ফেব্রুয়ারি তার মুক্তির আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর যাবতীয় যাচাইবাছাই শেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মুক্তি পান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

♦ সিজারিয়ান অস্ত্রোপচারে সন্তান জন্ম দিলেন এইডস আক্রান্ত নারী
যশোরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয় এইডস আক্রান্ত এক নারী। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। ১ জুন সকাল সাড়ে ১০টা থেকে অস্ত্রোপচার শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। ওই নারী সুস্থভাবে পুত্রসন্তানের জন্ম দেন। এ নিয়ে যশোর হাসপাতালে দ্বিতীয়বারের মতো এইচআইভি-এইডসে আক্রান্ত অন্তঃসত্ত্বা কোনো নারীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হলো।

Share.
Exit mobile version