বাংলার ভোর প্রতিবেদক

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার যশোরের পুলেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের মুল ফটকে এ কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতিতে বক্তারা জানান, সব পেশায় ঝুকি ভাতা আছে। কিš‘ দেশের ১২ কোটি গ্রাহকের সেবা প্রদানকারী এবং সবচেয়ে ঝুকিপূর্ণ কাজ আমরা করলেও কোন প্রকার ঝুকি ভাতা আদের দেয়া হয় না।

এ সময় কর্মকর্তারা আরো জানান, তাদের এ কর্মবিরতি চলমান আছে এবং যতদিন তাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন কাজে ফিরবেন না।

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করলেও অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ফলে বিদ্যুৎ সেবা যে কোন সময় বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Share.
Exit mobile version