বাংলার ভোর প্রতিবেদক
সুরের মূর্ছনায় সঙ্গীত পিপাসুর হৃদয়ে রাঙিয়ে শেষ হয়েছে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপি পঞ্চকবির গানের আসর। শনিবার সন্ধ্যায় ভিন্ন আঙ্গিকের এ অনুষ্ঠান উপভোগ করেছেন মিলনায়তন পূর্ণ দর্শক।

অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠন সুরবিতান সংগীত একাডেমীর সভাপতি অ্যাডভোকেট শহীদ আনোয়ার ও সুরধুনী যশোরের সভাপতি হারুন অর রশিদ। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে সংগঠন দুটির অর্ধশত শিল্পী অংশ নেয়।

পাঁচ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত ও কাজী নজরুল ইসলামের জনপ্রিয় সব সংগীত পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠান সূচিতে ছিল শিশু শিল্পীদের পরিবেশনায় নৃত্য।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ শিল্পীরা পাঁচ কবির জনপ্রিয় সংগীত পরিবেশন করেন।

এছাড়া সংগীত পরিবেশন করে, সঞ্চারী সরকার, মঞ্জুরা রহমান, অনিতা দেবনাথ, ডলি রহমান, চন্দনা সিংহ, কৃষ্ণা দেব ভক্ত, এনামুল হক, অপর্ণা দাস, পৌষি পোদ্দার, সন্ধ্যা অধিকারী, সবিতা দেবনাথ, বিজয়া দে, ললিতা বিশ্বাস, তাওহিদুল ইসলাম প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version