সাতক্ষীরা সংবাদদাতা
দুর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা আইন শৃংখলা রক্ষা কমিটির বিশেষ সভা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর, সেনাবাহিনীর মেজর ইস্তিয়াক, ডিডি এলজি মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, বিজিবি, আনসার, নৌপুলিশ, বন কর্মকর্তাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসন সকল প্রকার সহযোগিতা ও আইন শৃংখলা যাতে অবনতি না ঘটে সেই বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে জানানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version