দেবহাটা সংবাদদাতা
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও মহেন্দ্রের সংঘর্ষে লক্ষী কান্ত মন্ডল (৫৭) নামে এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন মহেন্দ্রে থাকা ছয় যাত্রী।

নিহত মাছ ব্যাবসায়ী সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা, সীতা মন্ডল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের গাজিরহাট বাজারের ডেল্টা ফিস ফ্যাক্টরির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ৬জন মহেন্দ্রযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ সড়কের গাজিরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

দেবহাটা থানার উপ পরিদর্শক সুজন তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version