দেবহাটা সংবাদদাতা
‘নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাইকেল র‌্যালি ২০২৪।

পঞ্চমবারের মত এ আয়োজনে পাঁচ শতাধিক সাইক্লিস্ট এই র‌্যালিতে অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক কারবারিদের মূলোৎপাটনে সকাল সাড়ে ৯টায় বহেরা পুষ্পকাটি মাঠে এ র‌্যাল উদ্বোধন করা হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তালা ও দেবহাটার দায়িত্বপ্রাপ্ত এসপি সার্কেল হাসানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবু হাসান। বৈরি আবহাওয়ার মধ্যেও র‌্যালিতে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দেও অংশগ্রহণে কুলিয়া, পারুলিয়া, সখিপুর গাজীরহাট, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা এবং পারুলিয়া বাসস্ট্যান্ডে র‌্যালির সমাপনী অনুষ্ঠিত হয়। পথসভায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্বরাও বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version