নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইপোর দায়ের কোপে পিটুনিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন চরদিঘলিয়া গ্রামের কৃষক ওলিয়ার রহমান মোল্লা (৬০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, জমিজমা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে ওলিয়ার রহমান মোল্লার বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার ওপর আক্রমণ করে। এসময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে প্রতিপক্ষের অন্তত ২০ জন জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এ ঘটনার পর থেকে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যাসহ অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। অভিযুক্ত রবিউল মোল্লা ও রিয়াদ মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তারা পলাতক।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version