নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরে ডাকাতির মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে (৩৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল সকালে সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামাল নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রাম গ্রামের মৃত আ. রহমান মোল্যার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি কামালকে এসআই সেলিম মহালদার ও এএসআই মো. শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Exit mobile version