শার্শা সংবাদদাতা
মটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত পারফর্ম্যান্স এবং ডিজাইনের নতুন মাইলফলক হিসেবে আনুষ্ঠানিকভাবে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের উদ্বোধন করেছে সুজুকি বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে যশোরের শার্শার নাভারনে সাতক্ষীরা মোড়ে সুজুকি সুমি মোটরসে জাঁকজমকপূর্ণভাবে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ সিরিজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সুজুকি সুমি মোটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু ও উত্তরা ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম কেক কেটে উদ্বোধন অনুষ্ঠান শুরু করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সুমি মোটরসের সেলস এক্সিকিউটিভের রাসেল ইসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের ছাবিদ হোসেন, ম্যানেজার রফিকুল ইসলাম রনি, সিনিয়ার টেকনিশিয়ান নুর নবী, টেকনিশিয়াল সাওন, সিয়ামসহ সুমি মোটরসের সকল কর্মকর্তা কর্মচারী।

বাংলাদেশের মোটরবাইক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও পারফর্ম্যান্স নিয়ে এসেছে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version