প্রেস বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৫০ জন নারীর অংশগ্রহণে শনিবার এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জয়তী সোসাইটি হতে শুরু হয়ে যশোর কালেকটরেট চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। র‌্যালি ছাড়াও দিবসটি পালনে সংগঠনের ৫৪টি পাড়ায় আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় সংগঠন চত্ত্বরে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে রোগী দেখেন ডা. তামান্না খান আভা। ক্যাম্পে মোট ৯৪ জন রোগী দেখা হয়েছে এর মধ্যে ১৯ জন ছানি পড়া রোগীকে আগামী ১০ মার্চ বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়া ১০ জনকে চশমা প্রদান এবং ৬৫ জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার-০১ রোকনুজ্জামান ও স্বাস্থ্য ম্যানেজার শামিমা খাতুন।

অপরদিকে, সংগঠনের চুড়ামনকাটি শাখার আয়োজনে ১১ জন দুঃস্থ মাকে ইফতার সামগ্রি প্রদান করা হয়। এবং বারীনগর শাখার আয়োজনে ১২ জন দুঃস্থ মাকে ইফতার সামগ্রি প্রদান করা হয়।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version