চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় পাঁচ মাস আগে চাঁদপাড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় আশিকুর রহমান (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র। সে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রংমিস্ত্রি নূর আলমের ছেলে। এ ঘটনায় নিখোঁজের ছয়দিন পর পিতা নূর আলম বাদী হয়ে চৌগাছা থানায় একটি সাধারন ডায়েরী করেন।

দীর্ঘদিন সন্তানকে খুজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আশিকুরের মা ও বাবা। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আশিকুর রহমানের খোজ পেয়ে থাকেন তাহলে ০১৭৭৭৯৮৬৮৮৭ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পিতা নূর আলম।

বুধবার প্রেসক্লাব চৌগাছায় এসে তারা জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে চাঁদপাড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হন তাদের মেজো সন্তান আশিকুর। এ খবর তারা ওই মাদ্রাসার শিক্ষক ফিরোজ হোসেনের মাধ্যমে ফোনে জানতে পারেন।

নিখোঁজ ছাত্রের বাবা নূর আলম জানান, পাচদিনের ছুটি কাটিয়ে শুক্রবার (২২ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় মাদ্রাসায় যায় আশিকুর। তার একদিন পর গোসলের পানি গায়ে দেয়া নিয়ে অপর এক ছাত্রের সাথে ধাক্কাধাক্কি হয় আশিকুরের। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বিচার বসানোর পরদিন থেকেই আশিকুর নিখোঁজ। এ ঘটনার ছয়দিন পর চৌগাছা থানায় জিডি করা হলেও কোনো খোঁজ না মিললে মঙ্গলবার (২৮ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মৌখিকভাবে জানানোর পর তিনি থানার ওসিকে দায়িত্ব দেন। এ ঘটনার পরদিন বুধবার নূর আলমের বাড়ি গিয়ে হুমকি দেন পাতিবিলার রাজমিস্ত্রী সামাউল। এ সময় নূর আলম বাড়ি না থাকায় তার স্ত্রীকে সামাউল বলেন, “আমাকে জাকির মাস্টার পাঠিয়েছে। আপনারা যা করছেন তাতে যদি জাকির মাস্টারের কিছু হয় তাহলে আপনাদের সারাজীবন পস্তাতে হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জিডির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় নিখোঁজ ছাত্রটির ছবি পাঠানো হয়েছে। খোঁজ পেলেই তার পরিবারকে ডেকে ছাত্রটি হস্তান্তর করা হবে।

Share.
Exit mobile version