বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেলওয়ে পুলিশ সদস্যরা নিখোঁজ বৃদ্ধা মুনু খাতুনকে (৭০) খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। মুনু খাতুন দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন।
মুনু খাতুনের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকন পাড়া গ্রামে। মাকে খুঁজতে মুনু বেগমের মেয়ে মিলি বেগম রাজশাহী থেকে যশোর আসেন। তারা যশোর রেলওয়ে স্টেশনে নেমে রেলপুলিশের স্মরণাপন্ন হন এবং মায়ের ছবি দেখান। যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ^াস সহকর্মীদের সাথে নিয়ে শনিবার মুনু খাতুনকে খুঁেজ বের করে পরিবারের সদসদের কাছে ফিরিয়ে দেন। এতে মুনু খাতুনের ছেলে মেয়েরা যশোর রেলওয়ে পুলিশের সদস্য ও খুলনা রেলওয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
##

Share.
Exit mobile version