মাগুরা সংবাদদাতা

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে আটক করেছে। মঙ্গলবার (রাত ১টা) শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের নামে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান। তারই ধারাবাহিকতায় রুবেলকে আটক করা হয়েছে।

তার নামে নিয়মিত তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, মীর মেহেদী হাসান রুবেল ছিলেন জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি সংগঠনের বিভিন্ন আন্দোলন ও কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

Share.
Exit mobile version