বাংলার ভোর প্রতিবেদক

ফৌজদারী মামলার বিচার ব্যবস্থায় বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধান করে ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে যশোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর। সভায় অংশ নেন যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, পিপি ইদ্রিস আলীসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং যশোর জজশীপের সকল সিনিয়র সহকারী জজ ও সহকারী জজবৃন্দ। সভায় ফৌজদারী বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকার্যকে আরো ত্বরান্বিত ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

Share.
Exit mobile version