বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পেশাজীবী থানার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের প্রাচ্যসংঘ ওবায়দুল বারী অডিটোরিয়ামে এই ষান্মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। অধ্যাপক গোলাম রসুল বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে বাংলাদেশে জামায়াত ইসলাম এর বিকল্প নেই। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া রাষ্ট্রে  ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে না। তাই  ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগামী  জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে চায়।

তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন গত ১৭ বছর এই বাংলার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের নির্মম দখলদারিত্বের বিরুদ্ধে ২৪ জুলাইয়ের ছাত্র অভ্যুত্থান এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল।

তিনি আরও বলেন, নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। প্রতিটি রুকনকে নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে, যাতে বাংলার মানুষের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা  প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউছুল আজম,  সৈয়দ শামসুল ইসলাম রেজওয়ান হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেনসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version