বাংলার ভোর প্রতিবেদক
‘মর্যাদাপূর্ণ বাক্য : বিশ^ব্যাপি প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।

যশোর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, পরিবার থেকে প্রবীণদের সম্মান করার শিক্ষা নবীনদের দিতে হবে। রাষ্ট্রের কাজে প্রবীণদের মেধা কাজে লাগানো প্রয়োজন। আমি যতদিন আছি যে কোন প্রয়োজনে প্রবীণরা আসলে সহযোগিতা করা হবে। আজ যারা প্রবীণদের অসম্মান করবে, এক সময় তারাও অসম্মানিত হবে।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য আখতারুজ্জামান।

এর আগে সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
##

Share.
Exit mobile version