পাইকগাছা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও আইনজীবীদের সাথে পৃথক মতবিনিময় সভা করেছেন।
গতকাল সকালে সভায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সভাপতি আনোয়ার হোসেন। আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড. পঙ্কজ কুমার ধর।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন, আমি নেতা হতে আসিনি, সেবক হতে পাইকগাছা-কয়রায় বিএনএম’র প্রার্থী হয়ে নোঙর মার্কায় ভোট প্রার্থনায় নেমেছি। আমি লন্ডন থেকে বড় ডিগ্রি বা জ্ঞান অর্জন করে ল’ফার্মের চাকরির প্রস্তাব উপেক্ষা করে দেশকে ভালবেসে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেমেছি’। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হতে পারলে বৈষম্য থাকবে না, এলাকাকে ঢেলে সাজানো বা দৃশ্যমান উন্নয়ন করবো।
এ্যাড. মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. সম বাবর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনএম’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনি, এ্যাড. মোজাফফর হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, এসএম শফি কামাল গফুর।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version