পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের চর থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। রোববার সকালে উপজেলার রাড়ুলীর কাটিপাড়া ও তালা উপজেলা সীমান্তে খেশরা সেতুর কাছে কপোতাক্ষ নদের চরে জেলেরা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় গ্রামবাসী।

খবর পেয়ে পাইকগাছা নৌ-পুলিশ ফঁড়ির সদস্যরা অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করেন। পরে স্থানীয়রা মৃতদেহটিকে দীনেশ দাসের বলে সনাক্ত করেন। তিনি গদাইপুর ইউপির বোয়ালিয়া ঋষিপাড়ার গৌর দাসের  ছেলে। নিহতের ভাই কিরন দাস জানান, গত ২৬ নভেম্বর থেকে দীনেশকে পাওয়া যাচ্ছিলো না। বহু খোজাখুজি করে না পেয়ে সর্বশেষ থানায় জিডি করা হয়।

তবে এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যার তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে পাইকগাছা নৌ-পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ উদ্ধারের একপর্যায়ে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করেন। তিনি আরোও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই সবকিছু পরিস্কার হওয়া যাবে।

উল্লেখ্য, গত এক মাসে পাইকগাছায় নদীর চর থেকে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলো।

Share.
Exit mobile version