বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত বলেন, বর্তমান সরকারের মদদে পবিত্র রমজানে দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষ দিশেহারা। বর্তমান দেশের এই সংকট মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে বিনা ভোটে কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. মাহবুব আলম বাচ্চু, বিশিষ্ট লেখক, গবেষক বেনজিন খান, অতিরিক্ত পিপি বিমল রায়, এ্যাড. লতিফ মোড়ল, ডা. এমএ সামাদ, জাগপা যশোর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরূপা, যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হাসান রাব্বু প্রমুখ। সভা পরিচালনা করেন জাগপা নেতা রেজওয়ান বাবু।
আলোচনা শেষে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান, জাগপার সাবেক সভাপতি অধ্যাপিকা মরহুম রেহানা প্রধান, যশোর জেলা জাগপার সাবেক আহ্বায়ক জহির উদ্দীন আকবর মানিক, সহ-সভাপতি কার্তিক চন্দ্র পাল, মিল্টন গাজীর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version