বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাদিয়াটোলা পশ্চিম পাড়ার প্রবাসী মেহের আলী হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
ঘন্টাব্যাপি মানববন্ধন থেকে জানানো হয়, মেহের আলী স্থানীয় ইউনিয়ন বিএনপির সংক্রিয় কর্মী ছিলেন। ১৪ বছর আগে তিনি কাজের সন্ধানে কুয়েত যান। বিভিন্ন সময় দেশে ফিরলে আওয়ামী লীগ নেতারা তার কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে। সর্বশেষ তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিজয় মিছিলে অংশ নেন তিনি। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগ নেতারা। এরপর ৯ আগস্ট রাতে নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে হত্যা করা হয় মেহের আলীকে। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হলেও আজ পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয়নি। তাই ন্যায় বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধনে।

Share.
Exit mobile version