বাংলার ভোর ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

রোববার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে ০২ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়।

পরবর্তী সময়ে ১২ নভেম্বর দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে মোট আবেদন করেন সাত লাখ ৪৫ হাজার ৯২৯ জন।

আর দ্বিতীয় ধাপে চার হাজার ১৬৬টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন তিন লাখ ৩৪ হাজার ১৫১ জন চাকরিপ্রত্যাশী।

Share.
Exit mobile version