কোটচাঁদপুর সংবাদদাতা
বিষ খেয়ে ব্যর্থ হলেও গলায় পেঁচিয়ে আত্মহত্যার দ্বিতীয় চেষ্টায় ব্যর্থ হননি তিনি। পরকীয়া প্রেমিকার জন্য দশ মাস আগে ঘাসপোড়া বিষ খেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফেরার পর রোববার রাতে প্রেমিকার ঘরের আঁড়ায় প্রেমিকারই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক সোহান। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর গ্রামের ডিস ও নেট ব্যবসায়ী সোহান এবং একই গ্রামের মৃত সালাম হোসেনের বিধবা স্ত্রী সুইটির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার এ পরকীয়া নিয়ে পারিবারিক অস্থিরতার জেরে কয়েক দিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিলেন সোহান। তার জের ধরে রোববার গভীর রাতে সোহান প্রেমিকা সুইটির ঘরে গিয়ে তার ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। জানতে চাইলে সুইটি জানান তিনি তখন নিজের ঘরে ছিলেন না, কোথায় ছিলেন এমন প্রশ্নে তিনি জানান আমি মায়ের সঙ্গে পাশের ঘরে ছিলাম। সে কখন ঘরে ঢুকে এমন কাজ করেছে আমি কিছুই জানি না।

নিহত সোহানের ৬ ও ১০ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। সোহানের স্ত্রী জানান দীর্ঘদিন যাবত ওই মহিলার সাথে সোহানের পরকিয়া প্রেমের সর্ম্পক রয়েছে। ওই মহিলার জন্যই আমার সংসারে অশান্তি। বার বার বলার পরেও তারা কোন কথা কানে নেয়নি। আজ ত সব শেষ। এদিকে পরকীয়ার ঘটনায় এমন মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version