কালীগঞ্জ প্রতিনিধি

প্রেমিকের জন্য ফেনসিডিল আনতে গিয়ে কালীগঞ্জ পুলিশের হাতে ধরা পড়েছে কিশোরী সাদিয়া আফরিন। আজ (বৃহস্পতিবার) প্রেমিক শুভর জন্য ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়ে সে।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি টিম কালীগঞ্জ-কোঁটচাদপুর সড়কের পাতবিলা সেলিমের ইট ভাটার সামনে অবস্থান নেন। এ সময় যশোরগামী যাত্রীবাইী গরীবশাহ বাস থামিয়ে যাত্রী সাদিয়ার ভ্যানিটি ব্যাগ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়। বিকেলে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সাদিয়াকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।

আটকের পর সাদিয়া পুলিশকে জানিয়েছে, তার প্রেমিকের কথায় চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল আনতে গিয়েছিল।

Share.
Exit mobile version