বাংলার ভোর প্রতিবেদক  

ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে প্যালেস্টাইন সংহতি পরিষদ এ মানববন্ধন করে। ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর প্যালেস্টাইন সংহতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ইসরারুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সানোয়ার আলম খান দুলু, যশোর উদীচীর সভাপতি আমিনুর রহমান হিরু, শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, তসলিমুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইজরায়েল যে বর্বর হামলা চালিয়েছে তা তাদের কাপুরুষোচিত মনোভাবের প্রকাশ ঘটিয়েছে। এ সময় মুসলিম রাষ্ট্র প্রধানদের বিশেষত আরব রাষ্ট্রগুলোর নীরব দর্শকের ভূমিকাকে কঠোর সমালোচনা করেন বক্তারা।

বক্তরা বলেন, আগে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করলে মধ্যপ্রাচ্য থেকে প্রতিবাদ হতো, এখন হয় না। এর কারণ, মধ্যপ্রাচ্যও এখন পুঁজিবাদের অংশ হয়ে গেছে। কাজেই আমাদের এ লড়াই পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে। মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন আছে, এটা স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের কারণে আজ এই নৃশংস ঘটনা ঘটছে।’ ‘আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, পক্ষে থাকব। এ পক্ষে থাকার অর্থ হচ্ছে, যারা এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে বা যে ব্যবস্থা এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এ সংগ্রাম। আমরা এ ব্যবস্থার বিরুদ্ধে।’

Share.
Exit mobile version