প্রতিবেদক
বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর সদর উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আজ (শুক্রবার) জেলা শাখার আহ্বায়ক মতিয়ার রহমান ও যুগ্ম আহ্বায়ক মোল্ল্যা জাহিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। এতে আব্দুর রউফকে সভাপতি ও আব্দার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি জামাত আলী, ইউনুচ আলী, নুরুল আলম মিলন, মতিয়ার রহমান, দিদারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সজিব হাসান, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সানাউল্যাহ, দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন রিপন, আইন সম্পাদক ইদ্রিস আলম, সহ আইন সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক তানভির আহমেদ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজা-উদ-দৌলা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেন বকুল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক আলী আজগার আনু, মহিলা সম্পাদক সবুরন নেছা, সহ মহিলা সম্পাদক হালিমা বেগম, সম্মানিত সদস্য ইব্রাহিম হোসেন, জহুরুল ইসলাম, জাফর হোসেন, আব্দুল মালেক, হানিফ মিয়া, নূর ইসলাম, রাজু আহম্মেদ, সিহাব উদ্দিন, সালাউদ্দিন হিরো, আজিজুর রহমান, এনামুল হক, আব্দুর রাজ্জাক, খন্দকার মনিরুজ্জামান, এনামুল হক, মিজানুর রহমান, ইকবাল হোসেন, বিশ্বজিৎ চন্দ্র, মোস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলী, রমজানুল ইসলাম পিন্টু, শহীদুল ইসলাম, ইয়াছিন আলী গাজী, আব্দুল মান্নান, আকরাম হোসেন ও আশরাফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে পূবের কমিটি বাতিল ঘোষণা করে উল্লেখ করা হয় এ কমিটির সদস্যরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version