শরণখোলা প্রতিনিধি
সরকারি অনুমতি ছাড়াই বিআরটিসি বাস ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতারা। মানববন্ধন থেকে তারা কর্মসূচি ঘোষণা করেন।

রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি আদায়ে সমঝোতা হয়নি। তিন দফা দাবি না মানায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের সাত জেলার ১০টি মালিক সমিতি আগামী ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগজুড়ে ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে।

তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের মালিক-শ্রমিকরা বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারি অনুমোদন ছাড়াই নিলামকৃত পুরনো বিআরটিসি গাড়িগুলো মেরামত করে ‘বিআরটিসি’ নাম ব্যবহার করে রাস্তায় নামানো হচ্ছে, যা আইনের পরিপন্থী। ডিপো ম্যানেজারদের সঙ্গে প্রভাবশালীদের যোগসাজশে এসব গাড়ি অভ্যন্তরীণ রুটে চলাচল করে মালিক-শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন ও অন্যান্য থ্রি-হুইলার অনুমতি ছাড়াই বেপরোয়াগতিতে যাত্রী পরিবহন করায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীমসহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version