বাংলার ভোর প্রতিবেদক

শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে ভৈরব নদ সংস্কার আন্দোলনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা আবদুস সবুর।

বসুন্দিয়া বাজারে ভৈরবের উপর সেতু পুনঃনির্মাণের কাজের নামে পরাতন সেতু ভেঙে রাবিস নদী গর্ভে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শত শত কোটি টাকা ব্যয় করে নদী খনন করা হয়েছে কি নদী গর্ভে রাবিস ফেলার জন্য? আমরা নদী গর্ভে রাবিস ফেলা বন্ধ করার জন্য নদী কমিশনের যশোর জেলার চেয়ারম্যান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। রাবিস ফেলা বন্ধ না করলে সেতু ভাঙার কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে জনগণ। সভায় বক্তব্য রাখেন ইরাদত হোসেন, হান্নান মোল্লা, জলিল বিশ্বাস প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version