বাংলার ভোর প্রতিবেদক
আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের ১৩ তম সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষ্যে মানব আকরামকে চেয়ারম্যান ও রাশেদ খানকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। যশোর জেলা সংসদের এক কর্মীসভায় এই সিন্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অমর্ত্য রায়। সভায় নেতৃবৃন্দ, শিক্ষায় সাম্প্রদায়িকরণ ও বাণিজ্যকীকরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Share.
Exit mobile version