সময় বয়ে যায়, ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু কিছু যাত্রা থেকে যায় অনন্ত, অবিচল, অনুপ্রেরণার উৎস হয়ে। আজ বাংলার ভোর পত্রিকা এমন এক যাত্রার আরেকটি মাইলফলকে এসে পৌঁছেছে। প্রতিষ্ঠাবার্ষিকী মানে কেবল একটি দিন নয়; এটি এক বছরের পরিশ্রম, একগুচ্ছ স্বপ্ন, শত প্রতিকূলতার মধ্যেও পথচলার সাহসের স্মারক।
বাংলার ভোরের যাত্রা শুরু হয়েছিল এক অঙ্গীকার নিয়ে, নিপীড়িত মানুষের পক্ষের দৈনিক।”
এই প্রতিশ্রুতিই ছিল আমাদের মূল শক্তি, পথচলার প্রেরণা। তথ্যের দুনিয়ায় আজ সংবাদ দ্রুত ছড়ালেও সত্যের আলো অনেক সময় আড়ালে পড়ে যায়। আমরা সেই আলোকে ফিরিয়ে আনতে চাই, দায়িত্ববোধ ও সততার হাত ধরে।
শুরুটা সহজ ছিল না। সীমিত সম্পদ, সীমাহীন স্বপ্ন, এবং সমাজের নানা চাপের মধ্য দিয়ে গড়ে উঠেছে বাংলার ভোর। কিন্তু শুরু থেকেই আমরা বিশ্বাস করেছি,সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি ন্যায় ও বিবেকের অনুশাসন। তাই সংবাদ আমাদের কাছে শুধুই তথ্য নয়, এটি মানুষের গল্প, সমাজের প্রতিচ্ছবি, সময়ের সাক্ষ্য।
গত ২ বছর বাংলার ভোর তুলে ধরেছে দেশের প্রতিটি প্রান্তের খবর, গ্রামের মাটি থেকে শহরের ব্যস্ত রাস্তা পর্যন্ত। আমরা চেষ্টা করেছি, নিরপেক্ষ দৃষ্টিতে সমাজের সাফল্য ও সংকট, আনন্দ ও বেদনার সব রং তুলে ধরতে। প্রতিদিনের পরিশ্রম, গবেষণা ও দায়িত্বশীল প্রতিবেদনের মাধ্যমে আমরা পাঠকের আস্থা অর্জন করেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং পরিশ্রমী সাংবাদিক সহকর্মীরা। তাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আজকের এই অবস্থান সম্ভব হতো না। আমরা সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
বাংলার ভোর বিশ্বাস করে, সত্য কখনো হারিয়ে যায় না, যতই প্রতিকূলতা আসুক না কেন। একটি সৎ কলম, একটি সাহসী প্রতিবেদন, একটি মানবিক দৃষ্টিভঙ্গি, এগুলোই সমাজে পরিবর্তনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আগামী দিনগুলোতেও সেই সত্য ও ন্যায়ের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে।
আজকের এই দিনে আমরা স্মরণ করি আমাদের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন, যাঁরা বিশ্বাস করেছিলেন, একটি সংবাদপত্র শুধু খবরের উৎস নয়, এটি জাতির বিবেক, পরিবর্তনের বাহক। আমরা তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে চাই আরও আধুনিক, আরও নির্ভরযোগ্য ও মানবিক সাংবাদিকতার দিকে।
বাংলার ভোর তার নামের মতোই প্রতিদিন নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হতে চায়, দেশ ও সমাজের জন্য ইতিবাচক বার্তা নিয়ে। আমাদের লক্ষ্য একটাই,সত্যের আলোর মশাল হাতে রেখে, মানুষের কল্যাণে সংবাদ পরিবেশন করা।
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলার ভোর পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের জানাই গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।
চলুন, আমরা একসাথে এগিয়ে যাই, আলোর পথে, সত্যের পথে, মানুষের পাশে।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলার ভোর।
লেখক: অন-লাইন ইনচার্জ, বাংলার ভোর
