বাংলার ভোর প্রতিবেদক
আজকে যারা আলাদা করে ধর্মকে পুঁজি করে যারা রাস্তায় নামছেন, এদেশকে পরিচালনা করার সুখ স্বপ্নে বিভোর হয়ে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন এ দেশের মাটিতে কখনো মৌলবাদের স্থান হয়নি।

এ সময় তিনি আরো বলেন, এদেশের সকল ধর্ম যেন সমান অধিকার এবং ধর্ম চর্চার সুযোগ পায় এজন্য শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। সোমবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, শহীদ জিয়াউর রহমান সকলকে নিয়ে এদেশ গড়তে চেয়েছিলেন। তিনি স্বল্প আয়ু নিয়ে পৃথিবীতে এলেও তার রেখে যাওয়া দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ আজো বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে টিকে আছে। কারণ এ দর্শন জনগণের চাহিদাকে ধারণ করে।

কে শত্রু কে মিত্র, কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে তা তিনি দেখেননি। কারণ সবাইকে নিয়ে এদেশকে গড়তে চেয়েছিলেন। এজন্য তিনি প্রথমে ফ্রন্ট যা পরবর্তীতে আমার জোট করেছি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, বিএনপি নেতা মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, হাজী আনিছুর রহমান মুকুল, এহসানুল হক সেতু, শহীদুল বারী রবু, অ্যাড. জাফর সাদিক, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

Share.
Exit mobile version