বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় বৃহস্পতিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাররা গ্রামে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের পরিচালক এএসএম কবীর। জেলা তথ্য অফিসের অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা দেশ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ফজলুল হক, বেসরকারি সংস্থা এডাব যশোরের সহ-সভাপতি শাহজাহান নান্নু ও দেশ ফাউন্ডেশনের উপ-পরিচালক আফরোজা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার এলিন সাইদ উর রহমান। এ সময় বক্তরা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার, গুজব প্রতিরোধ, নৈতিকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রভুতি বিষয়ে বক্তব্য প্রদান করেন। সমাবেশে প্রায় ২০০ জন নারী ও কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version