বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর অঞ্চলের মিলন মেলা ও সাংগঠনিক পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ফতেপুরের ধানঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলা ও সাংগঠনিক পরিকল্পনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার আহবায়ক খন্দকার আজিজুল হক মনি, সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান, সদস্য অধ্যাপক গোপিকান্ত সরকার, অধ্যাপক শহিদুল আলম, শামসুজ্জামান স্বজন, শাজাহান নান্নু, ডা. আহসান হাবিব, শেখ রাকিবুল ইসলাম নয়ন, মেহেদী হাসান, জেনিফার জেনী, মনোয়ারা বেগম, ছায়েরা খাতুন হিরা, সাইরিন জাহান তন্নী, মিতালী সরকার, রাজন সরকার, দেবব্রত ঘোষ, কিশোর সাহা সুমন, রিতা রানী কুন্ডু, নাসির উদ্দীন, শোভা রাণী বাড়ৈ, উজ্জ্বল বালা, দীপালী রাণী বকসী, প্রদীপ দা, রুবাইদুল হক সুমন, টিটো জামান, ফিরোজা বুলবুল কলি, কিশোর কুমার কাজল প্রমুখ।

Share.
Exit mobile version